পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে চতুর্থ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে মানুষ আর মানুষ।

সোমবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। টিকিট নামের এই সোনার হরিণ পেতে অনেকেই দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

আবার কেউ কেউ ৯ জুলাইয়ের টিকিটের জন্য এরই মধ্যে লাইনে দাঁড়িয়ে গেছেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনেও এমন ভিড় ছিলো কমলাপুর ও শহরতলী রেলস্টেশনে।

সোমবার সকাল ৮টা থেকে টিকিট বিতরণ শুরুর কথা থাকলেও গতকাল রোববার থেকেই স্টেশনে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এসব টিকিট প্রত্যাশীদের ভিড়।

এর মধ্যে কেউ কেউ প্রথম দিন লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। কেউবা আবার প্রায় দুদিন ঘণ্টা ধরে লাইনে অপেক্ষায় আছেন। অনেকে অপেক্ষা করতে করতে ঘুমিয়েও পড়ছেন। পুরুষের পাশাপাশি নারীরাও অপেক্ষায় আছে কাঙ্ক্ষিত টিকিট পেতে।

শান্তিপূর্ণভাবে টিকিট বিতরণ নিশ্চিত করতে কাজ করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা। আর কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে পুলিশের পাশাপাশি রয়েছে র‌্যাবের উপস্থিতি।