বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে উপকূলীয় জেলা ঝালকাঠিতে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল থেকেই জেলায় গুড়ি বৃষ্টি, ঝড়ো বাতাস বয়ে যেতে শুরু করেছে। এদিকে বৈরি আবহাওয়ার কারণে সুগন্ধা ও বিষখালী নদীর পানি নতুন করে বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার নিম্মাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: গত বছরের তুলনায় সারের বর্তমান মজুদ বেশি

ফ্রিজের বাসি খাবার খেয়ে ভাই-বোনের পর মারা গেল সাথী

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই প্রচন্ড বাতাস আর গুমোট আবহাওয়ার কারণে কর্মজীবি মানুষ বিপাকে পড়েছেন। নদীর পানি বেড়ে যাওয়ায় ট্রলার যাত্রীরা দুর্ভোগে পরেছেন। এছাড়া অনেক এলাকায় গাছপালা উপড়ে গেছে বলেও খবর পাওয়া গেছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, ‘বিষখালী নদীর বেড়িবাঁধ না থাকায় অনেক এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। জেলার চার উপজেলায় রোপ আমন পানির নিচে তলিয়ে রয়েছে।’

কৃষি বিভাগ জানিয়েছে, পানি জমে থাকলে সদ্য রোপন করা আমন ধানের বীজতলা নষ্ট হয়ে যেতে পারে। তবে পানি স্থায়ী না হলে ফসলের জমির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।