যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে ধূলিঝড়ে শিশুসহ ৬ জনের প্রাণহানি হয়েছে। এতে ২১টি যানবাহন বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আরও ৮জন আহত হয়েছেন।

গত শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় ধূলিঝড়টি হানা দেয়। এ প্রসঙ্গে মন্টানা হাইওয়ে পেট্রোল সার্জেন্ট জে নেলসন বলেন, ‘আবহাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

হার্ডিনের তিন মাইল (পাঁচ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানা এ ধূলিঝড়ে প্রতি ঘণ্টায় বাতাসের বেগ ছিল ৬০ কিলোমিটার।’ আহতের সংখ্যা তাত্ক্ষণিকভাবে গণনা করতে না পারলেও সাহায্যের জন্য বিলিংস থেকে অতিরিক্ত অ্যাম্বুলেন্সের জন্য আহ্বান করতে হয়েছে বলে জানান নেলসন।

অঞ্চলটির গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট টুইটারে বলেছেন, ‘আমি হার্ডিনের কাছে এমন দুর্ঘটনার খবরে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্থ ও তাদের প্রিয়জনদের জন্য অনুগ্রহ করে প্রার্থনা করুন।’

তবে মৃতদের পরিচয় ও জীবিতদের বর্তমান অবস্থা এখনও প্রকাশ করা হয়নি।