সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের একটি শপিংমলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। আর আহত হয়েছে এক নারী। শুক্রবার এই হামলার ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্সের।
পুলিশ এক বিবৃতিতে জানায়, জনসাধারণের জন্য তাৎক্ষণিক বিপদ কেটে গেছে। তবে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে। আহত আরেক নারী হাসপাতালে চিকিৎসাধীন।
আরোও পড়ুন: কাকিনা মহিপুর শহরে মাদক ব্যবসয়ী আটক
বিরামপুরে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, সুইডেনে গ্যাং সহিংসতার কারণে খুন বেড়েই চলেছে। চলতি বছর এখন পর্যন্ত সুইডেনে ৪৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের প্রায় সবাই সন্দেহভাজন গ্যাং অপরাধের সাথে জড়িত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।