সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এর আগে ২০০৮ ও ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে নাম লিখিয়ে সুবিধা করতে পারেননি তিনি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান কিনা।

জবাবে হিলারি বলেন, ‘না, না’। ‘কিন্তু আমি তেমন প্রেসিডেন্ট নির্বাচিত করতে সবকিছু করতে রাজি আছি, যিনি আমাদের গণতন্ত্রকে সম্মান করবেন এবং আইনের শাসন মানবেন।’আরেকজন উপস্থাপক হিলারির কাছে জানতে চান, ‘যদি ট্রাম্প আবার প্রতিদ্বন্দ্বিতা করেন?’

জবাবে হিলারি বলেছেন, ট্রাম্প এই পদের জন্য উপযুক্ত নয়। তিনি যদি আবার নির্বাচন করেন তবে বড় ব্যবধানে পরাজিত হবেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছেই হেরেছিলেন হিলারি ক্লিনটন।