রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলের কাছ থেকে সহযোগিতা চেয়েছে ইউক্রেন। তবে তা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমি জানি না ইসরায়েলের কী হয়েছে। সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছি তাদের আচরণে। তারা কেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারবে না- তা মোটেই আমি বুঝতে পারছি না’।

ইউক্রেনে হামলার নিন্দা জানালেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না ইসরায়েল। কারণ সিরিয়ার বিষয়ে রাশিয়ার সহযোগিতা তাদের জন্য জরুরি।

সে বিষয়ে ইঙ্গিত করে জেলেনস্কি আরও বলেন, ‌‘আমি বুঝি ইসরায়েল কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে, সিরিয়া ও রাশিয়া পরিস্থিতি নিয়ে’। অস্ত্র না দিলেও ইসরায়েলের বিরুদ্ধে ভলোদিমির জেলেনস্কি কোনো অভিযোগ করছেন না বলেও দাবি করেছেন।

গত বুধবার ফরাসি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেন। তার সাক্ষাৎকারের রেকর্ডিং শনিবার প্রকাশ করেছে ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়।