রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ ও প্রভাবশালী রাজ্য পাঞ্জাবের দখল নিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি সেখানে ২০ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভূমিধস জয় পায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই।
এরপরই নতুন করে মুখ্যমন্ত্রী পদে নির্বাচন হয়। তা নিয়েই নতুন নাটকের অবতারণা। ওই নির্বাচনের পর তড়িঘড়ি করে কৌশলে প্রদেশটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ছেলে হামজা শেহবাজ।
কিন্তু গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাতে সুপ্রিম কোর্ট তাকে ওই পদ থেকে অপসারণ করে রায় দিয়েছে। ফলে সুপ্রিম কোর্টের আদেশে পিএমএলকিউয়ের প্রার্থী পারভেজ এলাহিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে।
এর আগে প্রাদেশিক পরিষদের স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি মুখ্যমন্ত্রী পদে নির্বাচন দিয়েছিলেন। তার সেই নির্দেশকে বেআইনি বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে রায় দিয়েছে যে, পারভেজ এলাহিই হবেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে পারভেজ এলাহিকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।