৫৬ বছরের এক ব্যক্তিকে অপারেশন করে কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদে। জানা গেছে, ছয় মাস তীব্র যন্ত্রণা ভোগের এবার স্বস্তি পেয়েছেন এই পুরুষ।
আওয়ারে গ্লেনেগলস গ্লোবাল হাসপাতালের চিকিৎসকেরা ভিরামাল্লা রামালাকসমাইয়ার কিডনি থেকে এসব পাথর অপসারণ করেন। নালগোন্দা এলাকার এই বাসিন্দার পেটে কিহোল সার্জারি করা হয়। এর আগে তিনি স্থানীয় এক চিকিৎসকের দেয়া ওষুধ অনুসরণ করতেন তিনি। এতে কেবল সাময়িকভাবে ব্যাথা দূর হতো তার।
তবে এই তীব্র ব্যাথা তার প্রাত্যহিক জীবনে ব্যাঘাত ঘটাতে শুরু করে। নিজের কাজ দক্ষতার সঙ্গে করতে পারছিলেন না তিনি। আওয়ারে গ্লেনেগলস গ্লোবাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ইউরোলোজিস্ট ড. পুলা নবীন কুমার বলেন,
‘প্রাথমিক পরীক্ষা এবং আল্টাসাউন্ড স্ক্যানে ওই ব্যক্তির কিডনির বাম পাশে একাধিক পাথরের উপস্থিতি দেখা যায় এবং পরে সিটি কাব স্ক্যানেও তা ফের নিশ্চিত হওয়া যায়।’ ওই চিকিৎসক জানান, রোগীকে কাউন্সেলিং করা হয় এবং এক কিহোল সার্জারির জন্য প্রস্তুত করা হয়। এই সার্জারিতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এই সময়ে এসব পাথর অপসারণ করা হয়।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, গ্রীষ্মের অতিরিক্ত গরমে মানুষের পানিশূন্যতা বাড়ে। এতে করে কিডনিতে পাথর জমা হতে পারে। তারা মানুষকে বেশি করে পানি, ডাব খাওয়ার পরামর্শ দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।