পটুয়াখালী কুয়াকাটায় সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ২৭ টি ট্রলারের ৯ জেলে এখনো নিখোঁজ রয়েছে। এছাড়া এখনো সন্ধান মেলেনি ৭ টি ট্রলার সহ অন্তত ১শ‘৩০ জেলের। নিখোঁজ এসব জেলে পরিবারে চলছে আহাজারি।

তবে গত দুই দিনে বিপদগ্রস্থ ৩ শতাধিক জেলেকে মৎস্য মালিক সমিতির উদ্ধারকারী ট্রলার ও কোষ্টগার্ডে সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সুন্দরবন ও সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা ও মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি। এদিকে নিখোঁজ জেলে পরিবারের শান্তনা দিতে মৎস্য অবতরন কেন্দ্র পরিদর্শন করেছেন পটুয়াখালী-০৪ আসেনর সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

জেলেদের দাবির প্রেক্ষিতে তিনি একটি উদ্ধারকারী নৌ-যানের ব্যবস্থার কথা জানিয়েছেন এবং ভারতে আশ্রয় নেওয়া জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানান এমপি।