জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এরপর প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ করেন ও মোনাজাতে অংশ নেন।
পরে প্রধানমন্ত্রী পঁচাত্তরের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য শহীদের বনানীস্থ কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে যাত্রা করবেন। সেখানে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ প্রাঙ্গণে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।