তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ। ব্রিটেনের ইতিহাসে এই প্রথম তাপপ্রবাহের কারণে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।
ইতোমধ্যেই যুক্তরাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ইউরোপের শীতল জলবায়ুর এ দেশটির ইতিহাসের সর্বোচ্চ উষ্ণ দিন পার করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া দফতর।
রাত ৮টার পর দোকান ও শপিংমল বন্ধের নির্দেশ না মানায় বিদ্যুৎ বিচ্ছিন্ন
মঙ্গলবার (১৯ জুলাই) তাপমাত্রা ১০০ বছরের সব রেকর্ড ভেঙে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িযে যাবে বলে পূর্বাভাসে বলা হচ্ছে। এর আগে, ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
২০১৯ সালে দেশটির কেমব্রিজ শহরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। যুক্তরাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী কিট ম্যাল্টহাউস আবহাওয়া দফতরের বরাত দিয়ে বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,
আগামী ৪৮ ঘণ্টা মধ্যে দেশের তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই। ব্যাপক তাপমাত্রার কারণে যুক্তরাজ্যের রেল বিভাগ জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে রেলভ্রমণ না করার পরামর্শ দিয়েছে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।