![ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করছে না রাশিয়া](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/12/dkk1402.jpg)
ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করছে না রাশিয়া
ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করছে না রাশিয়া
ইউক্রেনে এখন প্রচণ্ড শীতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এ তাপমাত্রায় ইরানের তৈরি ড্রোন কাজ করে না। যেসব উপাদান দিয়ে এ ড্রোন তৈরি, হিমাঙ্কের নিচে তাপমাত্রায় এর যন্ত্রপাতি অকেজো হয়ে যায়। খবর জেরুজালেম পোস্টের।
ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার জানান, রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছে। তিনি আরও জানান, ইরানি ড্রোন সর্বশেষ গত ১৭ নভেম্বর ইউক্রেনে হামলা করে। এর পর আর রাশিয়া এ ড্রোন দিয়ে হামলা করেনি।
কারণ গত ১৭ নভেম্বর থেকে ইউক্রেনের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। প্রচণ্ড শীতে সেখানে তুষারপাত শুরু হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়েভজিনি সিলকিন বলেন, ইরানি ড্রোনে যে প্লাস্টিকের যন্ত্রংশ ও অন্যান্য উপাদান আছে তা প্রচণ্ড শীতে অকেজো হয়ে যাওয়ার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।