আগামী সপ্তাহেই সংসদ ভেঙে দিতে বিল আনছে ইসরাইলের জোট সরকার। ফলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে। এ নিয়ে চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইহুদিবাদী দেশটিতে।
আজ হেলিকপ্টার যোগে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিবিসির খবরে বলা হয়েছে, সর্বশেষ জোট সরকারে ফাটল ধরায় এই পথে হাঁটছে বর্তমান সরকার। আগামী অক্টোবরে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে না।
নির্বাচন অনুষ্ঠিত হবে তার জোটসঙ্গী ইয়ার লাপিদের অধীন। কারণ, জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন।
এদিকে জোট ভেঙে যাওয়ায় খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরবেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।