দুই কোরিয়ার উত্তেজনা কিছুতেই থামছে না। একদিনে বিভিন্ন ধরনের ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এগুলোর মধ্যে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার পানিসীমার কাছাকাছি গিয়ে পড়ে। এর জবাবে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়াও। সব মিলিয়ে দুই দেশ এক সকালেই ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল-জাজিরা। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার পানিসীমার কাছাকাছি গিযে পড়লে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকেন।

আরোও পড়ুন:

গতি হারাচ্ছে কম্পিউটার

ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

‘আমার শাশুড়ি আওয়ামী লীগের এমপি’ ক্ষমতাবান জামাই

পিয়ং ইয়ংয়ের সবশেষ এই ‘উস্কানিমূলক আচরণের’ ব্যাপারে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দেন তিনি। এরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ে দক্ষিণ কোরিয়াও। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া বুধবার পূর্ব ও পশ্চিম দিকে বিভিন্ন ধরনের অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।