কিছুদিন আগে দক্ষিণ এশিয়ার দেশ থাইল্যান্ডে গাঁজা চাষের বৈধতা দেয়া হয়। এরপর থেকেই দেশটিতে বেড়েছে পর্যটকদের ভিড়।তাদের মধ্যে বেশিরভাগই পশ্চিমা তথা ইউরোপ-আমেরিকার নাগরিক। গেল সপ্তাহে এটিকে নিষিদ্ধ মাদকের তালিকা থেকে বাদ দেয় থাই সরকার।
এরপর থেকেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে খাবারের দোকানের মতোই বাহারি দোকান সাজিয়ে বিক্রি হচ্ছে গাঁজা। স্থানীয়রা বলছে, এ বৈধতার কারণে নতুন মাত্রা পাবে থাইল্যান্ডের পর্যটন খাত।
ট্রাভেল উইকলির এক নিবন্ধে জানানো হয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ দেশটির বিভিন্ন এলাকায় প্রতি গ্রাম গাঁজা বিক্রি হচ্ছে ২০ ডলার করে।
নাম এবং গন্ধভেদে একেক ধরনের গাঁজার স্বাদও একেক রকম হয়ে থাকে। অনেক দোকানে রীতিমতো মেন্যু কার্ড খুলে বিক্রি হচ্ছে গাঁজা। কেউ কেউ এটিকে বড় সুযোগ হিসেবেও দেখছেন। দেশটির আরেক বাসিন্দা বললেন, আমার মনে হয় সবকিছুর আরও উন্নতি হবে। পর্যটন খাত বিশেষ করে। অনেক পর্যটক সৈকতে বসে গাঁজার স্বাদ নেয়ার সুযোগ হারাতে চাইবেন না।
ব্যাংককসহ থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় প্রতি গ্রাম গাঁজা বিক্রি হচ্ছে ২০ ডলার করে। আছে রকমফেরও। নাম এবং গন্ধভেদে একেক ধরনের গাঁজার স্বাদও একেক রকম। কোনো কোনো দোকানে তো রীতিমতো মেন্যু কার্ড খুলে বিক্রি হচ্ছে গাঁজা।
কেউ কেউ এটিকে বড় সুযোগ হিসেবেও দেখছেন। তাদের মতে, এর মাধ্যমে পর্যটন খাতে নতুন দ্বার উন্মোচন হলো।
এদিকে, গাঁজা চাষ ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে এতদিন যাদের জেলে দেয়া হয়েছিল, তাদেরকেও মুক্তি দেয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত প্রায় ৩ হাজার কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে যারা গাঁজার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কারাবন্দি ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।