রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছেন যাত্রীরা। জানা গেছে, সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুরমা মেইল ট্রেনটি তেজগাঁও স্টেশন পার হওয়ার পর ইঞ্জিনে আগুন ধরে যায়।

তবে ক্যান্টনমেন্ট স্টেশনে যাওয়ার পর আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হন।। ইঞ্জিন পুড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস ও ওই ট্রেনের দায়িত্বরত চালক জানিয়েছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার পর তেজগাঁও স্টেশনে যাওয়ার আগেই ইঞ্জিন রুমে ধোঁয়া দেখতে পান চালক। বিষয়টি তিনি কন্ট্রোল রুমে জানানোর পর লাইন ক্লিয়ার করে দ্রুত তা ক্যান্টনমেন্টন স্টেশনে নিতে বলা হয়।

রাত পৌনে ১১টার দিকে সেখানে পৌঁছানোর কিছু আগেই পুরো ইঞ্জিন রুমে আগুন ছড়িয়ে পড়ে। ব্রেক ভেঙে ঘর্ষণের ফলে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি যাচাই করে দেখা হবে।