অমর একুশে বইমেলায় আসছে মনিরুল ইসলাম মুকুলের উপন্যাসিকা ‘মৃত্যুর পাণ্ডুলিপি ‘
তরুণ কবি ও সাহিত্যিক মনিরুল ইসলাম মুকুল এবার হাজির হয়েছেন ‘মৃত্যুর পাণ্ডুলিপি ‘ উপন্যাসিকা নিয়ে। বইটি প্রকাশ করেছে রংপুর বিভাগের অন্যতম প্রকাশনা সংস্থা ‘আইডিয়া প্রকাশন ‘।
লেখক নিয়তির কাছে হেরে যাওয়া এক জীবন গল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসিকায়। মানুষ জীবন যুদ্ধে জয়ী হতে চায়, তার সামনে যত কৃত্রিম প্রতিকূলতা সৃষ্টি হউক না কেন, কিন্তু মানুষ যখন প্রকৃতির নিষ্ঠুর আচরণের কাছে পরাজয় বরণ করে, তখন সে নিরুপায়। তখন শুধু তার আত্মা নয়, স্বপ্নটাও মরে যায়।
লেখক বলেন, উপন্যাসিকাটি মুলত করোনা ভাইরাসকে কেন্দ্র করে লেখা। এই উপন্যাসিকার কেন্দ্রীয় চরিত্র ‘জামিল’ করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। জামিলের মৃত্যুর পূর্বের দিনগুলো বড়োই বেদনাদায়ক। কোরনায় আক্রান্ত হয়েছে জেনেও জামিল বাসায় ফিরেনি। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে জামিল শূণ্য মেসে একাই থেকে যায়। নিয়তির নিস্তব্ধতার ঘরেই জামিল নিজেকে উৎসর্গ করে।
মনিরুল ইসলাম মুকুলের জন্ম ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর, ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও গ্রামে। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শান্ত মেঘে লুকিয়ে তুই ‘(২০২০) পাঠকপ্রিয়তা অর্জন করে। বর্তমানে তিনি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত।
সহযোগিতায় মোঃ আল-আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:-
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।