মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে এক মতবিনিময়ে মিলিত হন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ ই আলম বাচ্চু, পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুফতি মোঃ কামাল হোসেন , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লিয়াকত আলী খান প্রমুখ।
মতবিনিময়কালে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা এখন একটি সামাজিক আন্দোলন- প্রশাসন,জনপ্রতিনিধি সহ সচেতন সবাইকে সম্মিলিতভাবে এর বিস্তার রোধে কাজ করতে হবে। ইতোমধ্যে পৌরসভা,ইউনিয়ন ও কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। এসব কমিটি স্ব-স্ব এলাকায় করোনা সচেতনতামূলক প্রচার এবং টিকাদানের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধকরণ কাজ করবে বলে জানান তিনি।
মতবিনিময়ের আগে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস পরিদর্শন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।