মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ | স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগের সুন্দরবন এলাকার মোংলায় আজ ৩১শে মে সোমবার সকাল ৯ টার দিকে উক্ত উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রাসেল হাওলাদার এর বাড়ির খোপে অজগর সাপটিকে পাওয়া যায়।
এ দিকে উক্ত বাড়ির খোপ থেকে ৯ ফুট লম্বা এ অজগর সাপটিকে উদ্ধার করা হয়েছে। উক্ত উদ্ধার করা সাপটি বাড়ীর মালিক মোঃ রাসেল হাওলাদার এর খোপে থাকা ৫টি হাঁস ও ২টি মুরগী খেয়ে ফেলেছে। উক্ত বিষয়ে জানাযায় খোপে থাকা সাপটিকে দেখতে পেলে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে থাকা ওয়াইল্ডটিম ও ভিটিআরটি কে খবর দিলে এসে তারা অজগর সাপটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন বলে জানান ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ সোহেল হাওলাদার।
এ দিকে বনবিভাগ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান বলেন, ওয়াইল্ডটিম আমাদের কাছে হস্তান্তর করলে আমরা যৌথভাবে সুন্দরবনে অবমুক্ত করি রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় তবে সাপটির ওজন ১২ কেজি এবং লম্বায় ৯ ফুট হবে।
উদ্বার কাজে এলাকাবাসী ওয়াইল্ডটিম ভিটিআরটি, বনবিভাগ, সুন্দরবন থেকে প্রতিনিয়ত লোকালয়ে আসা সাপগুলো উদ্ধার করে আবার সুন্দরবনে অবমুক্তূূ করা হয়।
সুন্দরবনে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বনবিভাগ প্রতিনিধি মোঃ মিজানুরী রহমান, ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ সোহেল হাওলাদার, ভিটিআরটি প্রতিনিধি মোঃ নান্টু গাজী, সিপিজি মোঃ মাসুদ শেখ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।