গাজীপুরের টঙ্গীতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।
বৃহস্পতিবার সকালে মহানগরের টঙ্গী পশ্চিম থানার ৫৫ নম্বর ওয়ার্ড মিল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন আশপাশের ঝুটের গোডাউন ও বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। ঝুঁকিতে রয়েছে সেখানে ডিপিডিসির কেন্দ্রীয় ভাণ্ডার। ভাণ্ডারটিতে কোটি কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সংরক্ষিত রয়েছে।
খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
টঙ্গী দমকল স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, আগুন যেন চারদিকে ছড়িয়ে না পড়ে সে জন্য তারা আপাতত চারপাশের স্থাপনাগুলো রক্ষার চেষ্টা চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা পাশের কথিত মাজারে মাদকসেবীদের গাঁজার আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।