
চট্টগ্রাম প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় ১২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০৫ জন নগরের ও ২২ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৩১ হাজার ৭৮০ জন।
আজ বুধবার (১৩ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯০টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৪৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২২টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ২৫ জন, বিআইটিআইডি ল্যাবে ২২ জন, চমেক ল্যাবে ৩০ জন, সিভাসু ল্যাবে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।