জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় অগ্নিকাণ্ডে ৫ টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্ররার (১৮জুন) রাতে উপজেলার করটিয়া ইউনিয়নের হাট বাইপাস এলাকায় সীমান্ত বনিক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত হওয়া দোকান মালিকরা। মার্কেট সমিতির সভাপতি আবু কাউসার আহমেদ জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাতে ওই বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান।
রাত ১২ টার দিকে বাজারের মোন্নাফের মনিহারি(শাকিল ষ্টোর) দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে পাশের সুরঞ্জিত হেয়ার ড্রেসার সুনিলের ও ডা: তমিজের দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন পানি ও বালু দিয়ে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে-আনতে দোকানগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর সিকদার সহ করটিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, আগুনে পাঁচটি দোকানের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এবং রাতে বৃষ্টি হওয়াতে মার্কেটের সকল দোকানে আগুন ছড়াতে পারেনি। তাই বাকি দোকানগুলো অক্ষত রয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ- পরিচালক রেজাউল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস এর একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।