

- টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে
জেলা যুবলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
কেন্দ্রীয় যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে আগমন উপলক্ষে খুলনা জেলা যুবলীগ নেতৃবৃন্দ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান জামাল, যুগ্ম সম্পাদক সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, সম্পাদক মন্ডলীর সদস্য জলিল তালুকদার, জামিল খান, এ্যাড. আশরাফুল আলম রাজু, যুবলীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, শেখ জামাল হোসেন, হারুন মোল্লা, হারুন অর রশিদ, মাহফুজুর রহমান সোহাগ, বিধান রায়, তালউর রহমান সানি, বিবেকানন্দ রায়, রাকিবুজ্জামান ইমন, শাহানাজ কবির টিংকু, মোঃ রিচি প্রমুখ। পরে নেতৃবৃন্দ কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের সাথ সৌজন্য সাক্ষাৎ করেন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।