ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে ১ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত:-
মোঃ আল-আমিন, ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ১ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টর খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ/দেবত্তরপাড়া গ্রামে সংগঠন এর উদ্যোগে মাদারগঞ্জ/দেবত্তরপাড়া মাঠে ১ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ/দেবত্তরপাড়া ১ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী এর সভাপতিত্বে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক ও চেম্বার অব কর্মাসের পরিচালক এস এম শাওন চৌধুরী, মেসার্স বি বি এ অটো রাইস মিল সত্ত্বাধিকারী বাহার আলী সরকার, বিএসটিভি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুকপ্রমুখ এবং ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি সদস্য।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বড়গ্রাম আলিম মাদ্রাসার প্রভাষক ও ঠাকুরগাঁও বেতারের উপস্থাপক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি রওশনুল হক তুষার বলেন, যত বেশী ক্রীড়ার চর্চা হবে তত বেশী যুব সমাজ মাদক থেকে দূরে সরে যাবে। এ জন্য যুব সমাজকে খেলাধুলার মধ্য দিয়ে মানসিক ও শারীরিক যোগ্যতায়ষ অবদান রাখতে হবে। আসুন আমরা সকলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।
১ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলায় ৮ টি দল অংশ গ্রহণ করেন। ৮টি দলের মধ্যে আয়োজিত এ টুর্নামেন্ট খেলায় শিরোপা জয়ের লক্ষ্যে ব্যপক প্রতিদ্বন্দীতা করতে দেখা যায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে এনা ট্রান্সপোর্টকে ১-২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রনি বাপ্পি জুটি।
খেলা শেষে অতিথিগন রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরুস্কার তুলে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।