ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি, ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুলি করে নিরস্ত্র নিরহ মানুষদের হত্যা, গ্রেফতার এবং গনতন্ত্র ও অধিকার হরনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মো. তৈমুর রহমান। বক্তব্য রাখেন সম্মানিত সহসভাপতি জনাব ওবায়দুল্লাহ মাসুদ, সংগ্রামী কোষাধ্যক্ষ জনাব মো. শরিফুল ইসলাম শরিফসহ উপজেলা, পৌর, থানা বিএনপি, মহিলা দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সদস্যসহ সংগ্রামী ঠাকুরগাঁওবাসী সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশ থেকে অবিলম্বে হত্যা নির্যাতন বন্ধসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়।