ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত হওয়া ওয়ার্ডের ভোটগ্রহণ চলছে
ঠাকুরগাঁও সদর পৌরসভার ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ চলছে।
বুধবার (৩১ মার্চ) নিশ্চিন্তপুর আইডিয়াল হাইস্কুলে পুরুষ ও মহিলার দুইটি আলাদা কেন্দ্রে মোট ১৭ টি বুথে সকাল আটটা থেকে কাউন্সিলর পদে ভোট গ্রহণ শুরু হয়ে এখনো শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এ ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৫৭৫৮ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৮৫৩ জন ও মহিলা ভোটারের সংখ্যা ২৯০৫ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয় জন প্রার্থী।
সদর উপজেলার রিটার্নিং অফিসার রেজাউল করিম জানান, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখানে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ভোটার উপস্থিতি সন্তোষজনক। আশা করি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে একটি সুন্দর দিন কাটাবো আমরা।
উল্লেখ্য যে, গত ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে এ ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী মো: মইনুল ইসলাম গত ৩০ জানুয়ারি অসুস্থজনিত কারনে ইন্তেকাল করায় ওয়ার্ডটিতে কাউন্সিল পদে ভোট স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
পরে ভোট গ্রহণের জন্য পুনরায় নির্ধারিত তারিখ ঠিক করে কাউন্সিলর পদে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।