হৃদয় শীল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ২৯মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন শহীদ মফিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
এ সময় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সানজিদা আফরিন এর স ালনায় বিশেষ উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভ্ইাস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক সহকারি কমান্ডার মহসীন আলী বিশ^াস বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. খুরশীদ আলম, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশীদ আলম মাসুম, পল্লী স য় ব্যাংকের ব্যবস্থাপক সম্বিত কুমার, সহকারি শিক্ষা অফিসার নাসিমা আক্তার, প্রধান শিক্ষক আকলিমা খাতুন প্রমুখ।