প্রায় এক সপ্তাহ দিন ও রাতের তাপমাত্রা নিম্নমুখী হলে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। আভাস রয়েছে আরও বাড়ার।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (৮ নভেম্বর) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩৩ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে প্রায় দুইই ডিগ্রি বেশি।

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের প্রায় কাছাকাছি।

ঢাকাতেও দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। কমেছে রাতের তাপমাত্রা। ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্তু বিস্তৃত রয়েছে।