মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলাব্যাপী কোভিড-১৯ বিস্তাররোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়| বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর বেলা ১১ঃ৩০ মিনিট সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগীতা করেন|

এই অনুষ্ঠানের আয়োজন করেন নড়াইল জেলা প্রশাসন| কোভিড-১৯ সচেতনতামূলক কর্মশালার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান| প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান|

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব ডঃ লৎফর রহমান| নড়াইল সদর হাসপাতলের তত্বাবাধায়ক মুন্সী আসাদুজ্জামান টনি| নড়াইল ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোঃবিল্লাল বিন কাশেম| এই অনুষ্ঠানে উপস্থিত আরো অনেকেই ছিলেন| অনুষ্ঠানে বক্তারা কোভিড-১৯ বিস্তাররোধে সচেতনতামূলক দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন|