এমএমটুএইচ বা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম ভিসার কার্যক্রম শুরুর ঘোষণা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগের কিছু নিয়ম পরিবর্তন করে নতুন কিছু যুক্ত করে এ সিধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী সভার বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্র সচিব দাতুক ওয়ান আহমেদ দাহলান আবদুল আজিজ এস তথ্য জানান সাংবাদিকদের।

তিনি আরো বলেন দেশের অর্থনীতি পূণরুদ্বারে মন্ত্রী সভাই এ সিধান্ত নেওয়া হয়। গতবছর থেকে সেকেন্ড হোম ভিসা বন্ধ ছিলো তবে এর মধ্যে অনেক দেশের নাগরিক সেকেন্ড হোমের জন্য আবেদন করতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। দেশের অর্থনীতি ও সব দিক বিবেচনায় এ সিধান্ত নেওয়া হয়।

অভিবাসন বিভাগের পর্যালোচনা শেষে অক্টোবর থেকে সেকেন্ড হোম ভিসার জন্য নতুন আবেদন গ্রহন করা হবে। নতুন নিয়মে নয়টি শর্ত দেওয়া হয়েছে। এই নতুন নিয়মের অন্যতম হচ্ছে সেকেন্ড হোম ভিসা ধারিকে বছরে কম পক্ষে একটানা ৯০ দিন মালয়েশিয়া অবস্থান করতে হবে। ভিসাধারির মাসিক আয় কমপক্ষে ৪০ হাজার রিঙ্গিত হতে হবে যা আগে ১০ হাজার রিঙ্গিত ছিলো। এ ছাড়াও কম পক্ষে ১ মিলিয়ন রিঙ্গিত ফিক্সডিপোজিট করতে হবে।

তবে এই ভিসার জন্য দুটি ক্যাটাগরির কথা বলা হয়েছে। একটি ৩৫ থেকে ৪৯ বছরের বয়সী এবং অন্যটি ৫০ বা তার বেশি বয়সীদের জন্য।

৫০ বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে যারা আর্থিক ভাবে স্বচ্ছল এবং স্থানীয় ভাবে কর্মসংস্থান রয়েছে তাদের জন্য সুযোগটি সংযোজিত করা হয়েছে।

উল্লেখ, দেশটিতে বর্তমানে বাংলাদেশী সহ ৫৭ হাজার ৪৭৮ জন সেকেন্ড হোম ভিসার মানুষ আছেন।