ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শনিবার দূপুরের পরে প্রচন্ড ঝড়বৃষ্টি শুরু হলে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে ভেঙে পড়ে।

ভুট্টা ও বারো ধান ভেঙে মাটিতে শুয়ে পরে এতে অনেক কৃষক ক্ষতি গ্রস্ত হয়েছে। জানা যায়,পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের সিংগারোল গ্রামের হিন্দু পাড়া এলাকায়ঝড়ো হাওয়ায় গাছ উপরে পড়লে বিদ্যুতের খুটির তার ছিড়ে মাটিতে পড়ে যায় এতে উক্ত গ্রামের লোকজন বিদ্যুৎ বিহীন অবস্থায় দিনাতিপাত করছে অন্ধকার ঘরে।

সরেজমিনে দেখা গেছে পীরগঞ্জ উপজেলার সিংগাররোল হিন্দু পাড়া এলাকায় রাস্তার ধারে লাগানো গাছ উপরে বিদ্যুৎতের তার ছিন্ন হওয়ায় অন্ধকার দিনাতিপাত করছে ঐ এলাকার মানুষ জনের।

এ বিষয়ে ঐ এলাকার স্থানীয়রা সাংবাদিক কে জানান আমরা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি বলেন কয়েকদিন প্রচন্ড রোদ ও গরম ছিল আজ বিকালে বিশাল ঝড়োবৃষ্টি হলে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হয়েছে।