গত শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আচ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এক পথসভায় মাশরাফি বিন মর্তুজা নৌকা মার্কায় ভোট চান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে মাশরাফি বিন মর্তুজা বলেন, শেখ হাসিনার নৌকা মার্কায় আপনারা ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন। আপনারা ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজার পরিচালনায় এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, ইসরাফিল মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, যুগ্ম আহ্বায়ক দাউদুজ্জামান, চৌধুরী রায়হান রকি, শফিউল্লাহ শাফী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল শিকদারসহ আরো অনেকেই। এরপর মাশরাফি বিন মর্তুজা আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর খেলার মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহমানের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।