বুড়িমারী সড়কে ট্রাক চাপায় প্রান গেলো ২ জনের

 

আজ বুধবার (৫ মে) লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক চাপায় ২ জন ভ্যানযাত্রি ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায় বুড়িমারী উফরমারা কল্লাটারী ব্রীজ নামক স্থানের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।সকাল অনুমানিক ৭ টা’র দিকে পাটগ্রাম থেকে বুড়িমারীগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে ২ জন ছিটকে পড়ে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে ভ্যনটি দুমড়ে-মুচড়ে যায় বলে জানা যায়।এ সময় ভ্যান গাড়িতে থাকা আরো যাত্রি আহত হয়।ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
নিহত দুজন হচ্ছে আকবর আলি(৫৫), ঠিকানা ৯ নং ওয়ার্ড বুড়িমারী ইউনিয়ন এবং যাদু ইসলাম(৩৭) ঠিকানা ৯নং ওয়ার্ড বুড়িমারী ইউনিয়ন।