বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কামারগ্রামে অঞ্জনা মালো (২৮) নামের এক গৃহবধূ গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে ওই গ্রামের শিবু সাহার স্ত্রী। ওই গৃহবধূর ৪ বছরের একটি ছেলে রয়েছে।
থানা সূত্রে জানা যায়, স্বামী শিবু সাহার সাথে কথা কাটাকাটির জেরে অভিমান করে বৃহস্প্রতিবার (১০ আগস্ট) ভোর রাতে বসত ঘরের ফ্যানের সাথে কাপুড় দিয়ে গলায় ফাস নেয়।
পরে অঞ্জনা মালোকে ফ্যানের সাথে ঝুলতে দেখে থানায় খবর দেয়।
থানার এসআই বাবুল বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করা হয়েছে। দুই পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ গৃহবধূর ভাই গৌতম মালোর জিম্মায় দেওয়া হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আত্মহত্যার ঘটনায় বাবার পরিবার ও স্বামীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় গৃহবধূর লাশ তার ভাই গৌতম মালোর জিম্মায় দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।