নূরুল হক,বিশেষ প্রতিনিধি: ওজনে কম দেয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন করার অপরাধে মণিরামপুর পৌরশহরের বিভিন্ন মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান (হোটেল) ও রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান (মোবাইল কোর্ট) পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান নেতৃত্বে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ওজনে কম দেয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন করার অপরাধে মণিরামপুর পৌরশহরের ১০টি মিষ্টান্ন প্রস্তুত ও বিক্রয়কারী হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান (মোবাইল কোর্ট) পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। এ সময়ে বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত দই উৎপাদন বিক্রয়, পণ্যে বিক্রয়ের মোড়কীকরণ নিবন্ধন সনদ না থাকা এবং পণ্যের মোড়কে নিট পরিমান উল্লেখ না থাকায় নিউ রাজিয়া হোটেলের স্বত্বাধিকারী রজব আলী, কুটুমবাড়ি হোটেল ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জামিল হোসেন, নিউ দাদা ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী গৌতম ঘোষ, দ্বীপ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী দিলিপ কুমার ঘোষ, দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী এর মালিক মনোরঞ্জন ঘোষ, বিপ্লব মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী বাসুদেব কুন্ডু, অভিনন্দন সুইটস এর স্বত্বাধিকারী নান্টু ঘোষ, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী’র ব্যবস্থাপক সুজন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১এর স্বত্বাধিকারী তপন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২এর স্বত্বাধিকারী শিশির কুমার ঘোষকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা টাকা জরিমানা আদাঁয় করা হয়। এছাড়াও সঞ্জিত হোটেলের স্বত্বাধিকারী মালিক সঞ্জিত কুন্ডুকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য উৎপাদন ও পরিবেশনের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়ে বিএসটিআই’র পরিদর্শক মাহমুদুল হাসান, সংশ্লিষ্ট্য দফতরের কর্মকর্তা-কর্মচারী, মণিরামপুর থানার এসআই কানু চন্দ্রসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।