মহম্মদপুরের বাবুখালী বাজারে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই : গতকাল শুক্রবার দিবাগত রাতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে অগ্নিকান্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং আরো ২টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।
বাজারের কাপরপট্টি এলাকায় গতরাত সাড়ে ১.০০ টার দিকে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলছেন, আগুনে তাঁদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মহম্মদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় রাত দুইটার সময় আগুন নিয়ন্ত্রণ আসে।
বিভিন্ন ব্যবসায়ীরা বলেন, শুক্রবার রাত সাড়ে ১ টার দিকে বাবুখালী বাজারের কাপরপট্টি এলাকার একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এসময় ওখানের বেশির ভাগ দোকানই বন্ধ ছিল। মুহূর্তের মধ্যে বাজারের সঞ্জয় কর্মকারের স্বর্ণের দোকান, নাজির ও নজরুল মুন্সির টেইলার্সের দোকান, সাহাদৎ হোসেনের ১ টি কাপড়ের দোকান অাগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার খবর পেয়ে মহম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের ২ গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে।
মহম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন একপর্যায়ে টিনশেড ভবনে ছড়িয়ে পড়ার জন্য ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।