মহানবী (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ সমাবেশ।
নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শেনর প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ মণিরামপুর উলামা পরিষদের ব্যানারে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পৌরসভার সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওঃ আবু তৈয়্যব। মাওলানা আবু বকরের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মুফতী কামরুজ্জামান, মাওঃ আশরাফ ইয়াছিন, মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিন, মুফতি নিজাম উদ্দিন, মাওঃ ইবরাহিম, মাওঃ মফিজুর রহমান, মাওঃ রশিদ আহমেদ, মাওঃ রেজাউল করিম, মুফতি ইসমাইল হোসেন, মাওঃ আহসান কবির, মাওঃ ইয়াসিন প্রমূখ।
সমাবেশ শেষে পৌরশহরে একটি বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় এখানে শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২ একাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ গ্রহণ করেন।
নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইলঃ-০১৭২১৩৯০২০৮
তারিখ-৩০/১০/২০২০ইং
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।