মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার চাউলিয়ায় মোহাম্মদ শেখ (৩৬) নামে একজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, আজ (১লা আগস্ট) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ শেখ প্রবল বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলের মাঝে পাট কাটছিলেন।

হঠাৎ বজ্রপাতে সে বাকরুদ্ধ হয় এবং তাঁর শরীরের কিছু অংশ ঝলসে যায়। দ্রুত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় তার পাশে থাকা অন্য এক কৃষক কিছুটা অসুস্থ হলেও প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ হয়ে যান বলে জানা গেছে। নিহত মোহাম্মদ শেখ (৩৬) মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গণি শেখের ছেলে।