মোঃ সেলিম রেজা,কেশবপুর প্রতিনিধি: ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল হতে খুলনা লবণ চোরা ,অরণ্য ইকো গার্ডেন রিসোর্টে গভমেন্ট ল্যাবটারি হাই স্কুল খুলনার ৮৮ বন্ধু এবং উনাদের পরিবার সহ বার্ষিক বনভোজন এবং ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বন্ধুদের এক মিলন মেলায় রুপ নিয়েছিল।
ঢাকা থেকে আগত সোহেল, আজাদ, নাজমুল ও তাদের পরিবারবর্গ প্রচন্ড আনন্দ উদ্দীপনায় মেথে ছিল। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেল্লাল ঢালী, গাজী সালাউদ্দিন, এবং মুহাসিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ মোকবুল হোসেন। ক্রিড়া প্রতিযোগিতায় চোখে বেঁধে হাড়ি ভাঙ্গায় ১ম স্থান দখল করেন মতিয়ার রহমান, ২য় স্থানে মোঃ সেলিম রেজা এবং ৩য় স্থান দখল করেন বেল্লাল ঢালী।
এছাড়া বন্ধুদের পরিবারের অনেকেই ক্রিড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার গ্রহণ করেন। বর্তমান সময়ে নির্বাচন উপলক্ষে অনেক বন্ধু এবং তাদের পরিবার অংশগ্রহণ করতে পারেনি ছুটি না পাওয়াতে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।