শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে জান্নাতি (৬) নামে এক মেয়ের মৃত্যু হয়েছে।

নিহত জান্নাতি শেরপুর জেলার শ্রীবরদী থানার গোশাইপুর ইউনিয়নের পূর্ব মাটিয়াকুড়া এলাকার মোঃ জাফর মিয়ার মেয়ে।বুধবার (২৮শে জুলাই ) দুপুর ১.৩০মি: শ্রীবরদী থানার পূর্ব মাটিয়াকুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে গোসল করতে গিয়ে সাঁতার কাটতে না পারায় পুকুরের পানিতে ডুবে যায়। তার মা পুকুর পাড়ে এসে শিশুকে পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরের পানি থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।