০৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামে বাংলাদেশ বেতারের শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে গর্ভবতী জননী যত্ন পরিচর্যা,কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য,মেয়েদের মাসিককালীন সচেতনতা সহ স্বাস্থ্য সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।অনুষ্ঠানে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা:রবিউল ইসলাম,কমিউনিটি ক্লিনিক হেলথ প্রভাইডার মল্লিকা আক্তার,সহকারী স্বাস্থ্য পরিদর্শক কোহিনুর খাতুন,সাংবাদিক স্বপন,স্বেচ্ছাসেবক আতিফ আসাদ,বোরহান উদ্দীন সহ গর্ভবতী মা, অভিভাবক ও কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন।
প্রামাণ্য অনুষ্ঠান ধারণ ও সঞ্চালনা করেন বেতার উপস্থাপক সজীব দত্ত।
অনুষ্ঠান সম্পর্কে মুঠোফোনে বাংলাদেশ বেতার এর অতিরিক্ত পরিচালক আল আমিন খান বলেন শিশু, কিশোর-কিশোরী আর নারী সমাজের ৭০ শতাংশ এর অধিক মানুষ- এরা পিছিয়ে থাকলে দেশ এগুবে না তাই এদের উন্নয়নে দেশের একমাত্র সরকারী গণমাধ্যম তার ভূমিকার বিষয়ে সচেতনতা থেকেই এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।