• অবৈধভাবে সিমান্ত অতিক্রম করার সময় ঝিনাইদহে ৭ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ

আনুমানিক প্রায় ৫৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোশালপুর মাঠের মেহগনি বাগানের মধ্যে হতে বাংলাদেশী ৭ নাগরিককে আটক করেছে বিজিবি
এরা (পুরুষ- ০৩ জন, নারী- ০২ জন এবং শিশু- ০২ জন) (এক) মোঃ সাখাওয়াত হাওলাদার (৪৫), পিতা- মোঃ ইয়াকুব আলী হাওলাদার, (দুই) মোঃ রাসেল হাওলাদার (১৮), পিতা- মোঃ সাখাওয়াত হাওলাদার, উভয়ের গ্রাম- উত্তর কদমতলা, পোঃ রায়েন্দা, থানা- শরনখোলা, জেলা- বাগেরহাট, (তিন) জেসমিন বেগম (২৬), স্বামী- মোঃ রুবেল গাজী, (চার) রাহিমা আক্তার (০২), পিতা- মোঃ রুবেল গাজী, (পাচ) মোঃ রবিউল গাজী (২২), পিতা- মোঃ মতি গাজী, (ছয়) জাকারিয়া গাজী (১২), পিতা- মোঃ মতি গাজী, (সাত) মোছাঃ ময়না বেগম (১৯), পিতা- রবিউল গাজী, সকলের গ্রাম- পূর্ব সোনাতলা, পোঃ তাফালবাড়ী, থানা- শরনখোলা, জেলা- বাগেরহাট অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে১(।