মাহদী আব্দুল্লাহ, ঈশ্বরদী (পাবনা) উপজেলা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে রেলগেট হেটে পার হওয়ার সময় শাহজাহান আলী বাবু (৭০) নামে একজন ট্রেনে কেটে দ্বিখন্ডিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টায় রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের ক্রসিং এর সময় এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী বাবু ঈশ্বরদী খাদ্য গুদাম এর নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা তার লাশ উদ্ধার করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।