রক্তে বিনীময়ে রক্তীম ভালোবাসা শাফিদ বারাক তাজ
এক ব্যাগ রক্তের প্রয়োজনে,
যদি বাচাঁতে না পারে,
একটি প্রান।
তবে কেমন মানুষ হলাম আমরা,
এ জাতি জাতি তো নরো পশুর সমান।
এক টি মানুষের রক্তেই গড়ে উঠে,
অন্য একটি মূমুর্ষ ব্যাক্তির জীবন।
তাই তো রক্তই তৈরী করে,
দুটি আত্মার বাধন।
তাইতো মানব সেবাই গড়ে উঠেছে,
সেচ্ছায় রক্ত দাতা এবং গ্রহিতা দের,
প্রিয় “রক্তের ফোটার মানবতা,, সংগঠন।
যাহাদের রক্তিম ভালোবাসার বিনীময়ে,
আলো দেখতে পারে হাজারো,
মূমুর্ষ নর নারীর ঝরে যাওয়া প্রান।
তাইতো বার বার বলতে ইচ্ছে হয়,
সেই রক্তদাতাই তো হলো একজন,
মহাপুরুষ বড় সৈৗভাগ্যবান।
এক ব্যাগ রক্ত যদি হয় অমূল্য রতন,
সকল হিংসা-বিদ্বেষ ভুলে,
ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে,
এসো একটি স্লো গানই আমরা গাই,
সেটি যদি হয় মানব সেরাব মানবতার গান।
তাই তো ফিরে ফিরে আসি আর বলি,
যদি নিঃস্বার্থ ভাবে কোখনো কাজ করতে চান,
একজন অসহায় মূমুর্ষ রোগীকে সেচ্ছায় করুন রক্তদান।
সেখানেই খুজে পাবেন,
আপনার জীবনে সর্গের ঠিকানা।
মুমূর্ষ রোগীর জীবনের আর্তনাথ আহবানে
এগিয়ে আসুন সেচ্ছায় রক্তদানে।
আমদের প্রিয় সংগঠন _ই খুজে নিবে,
আপনার রক্তিম ভালোবাসা কে।
রক্তদান কি তখনই বুঝবে,
তোমার মন _যখন আপন জনদের জন্য,
কখনো হবে রক্তের প্রয়োজন।
রক্তদানে কোন অজুহাত নয়,
সময় এবং দুরত্ব একটি জীবনের,
কাছে মূল্য হীন হয়ে রই।
পবিত্র আল কোরআনে বর্ণিত আছে,
যদি পরো কাহারো জীবন বাঁচাতে,
এগিয়ে যাও খুবই দ্রুতো,
এর বিনীময় তুমি তোমার রবের কাছে,
পাবে অমূল্য রতন ।
তাইতো এসেছি সকলের তরে,
আসুন সকলেই সচেতন হয়ে,
করি রক্ত দান,করি রক্তদান।
আমার _আপনার রক্তেই যদি বেঁচে যায়,
একটি মূমুর্ষ রুগির প্রান।
তাইতো লিখে গেলাম আমার,
ছোট একটি আবেদন।
সর্বশেষ বলতেই হয়,
মানবতার একদিন হবে জয়,
সে দিন আর বেশি দুরে নই।
জয় হোক মানবতার,
জয় হোক মানব সেবিকার।
প্রচারে- মোঃ আজিজুর বিশ্বাস
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।