কাশিয়ানি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাসির সেবার ব্রত নিয়ে দোয়া চাইলেন শাহ্ মোঃ সাকিব

আশিক মিনা | গোপালগঞ্জ 

গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার কাশিয়ানি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাসির সেবার ব্রত নিয়ে আধুনিক নাগরিক সেবা সহ ৩নং ওয়ার্ডের জন সাধারনের শুখে দুঃখে পাশে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করে ওয়ার্ডবাসির দোয়া চাইলেন এ প্রজন্মের অহংকার স্বচ্ছ সাদা মনের মানুষ পরোপকারী উদিয়মান সমাজ সেবক সদা হাসি খুশি মাখা তরুন প্রাণ শাহ্ মোঃ সাকিব।

জনাব সাকিব, সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাশিয়ানি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসাবে ওয়ার্ড বাসি তথা সর্বস্তরের জন সাধারনের দোয়া ও আশির্বাদ কামনা করছি।আমি নির্বাচনে জয়ী হলে ওয়ার্ড বাসির জীবন মান উন্নয়নে কাজ করে যাবো।

এক প্রশ্নের জবাবে শাহ মোঃসাকিব বলেন জয় পরাজয় থাকবে ই আমি যেখানে যে অবস্হায় থাকি না কেন আমি আমার ওয়ার্ডের সর্ব সাধারনের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। সাহ মোঃ সাকিব উপস্থিত সকলের দোয়া শুভ কামনা চেয়ে তার নির্বাচনী যাত্রার শুরু করেন।