ভারতে কৃষকদের এক বছরের আন্দোলনের পর প্রত্যাহার করা হয়েছে ২০২০ সালে পাশ হওয়া বিতর্কিত তিন কৃষি আইন।
শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা দেন।
এ ঘোষণায় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার সকালে করা টুইটে মমতা লিখেছেন, ‘বিজেপি কৃষকদের প্রতি নৃশংস। কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত কৃষক নিরন্তর লড়াই চালিয়ে গেছেন তাদের প্রত্যেককে আমার ন্দঅভিনন। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।