• গোদাগাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ১

নিজস্ব প্রতিনিধি –

মোঃ রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী (রাজশাহী) 

  • রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একজন নিহত ও একজন আহত হয়েছে।
  • আহতকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে।
    ঘটনাটি গোদাগাড়ী সরকারি কলেজের সামনে সংঘটিত হয়।শনিবার (০৭ নভেম্বর) আনুমানিক ১২টার দিকে রাজশাহী থেকে চাঁপাইগামী চট্টগ্রাম মেট্রো-ব ০২-০০৩৮ বাসটি চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে দুর্ঘটনায় কবলিত হয়।
    ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা সুলতানগঞ্জ জাহানাবাদ এলাকার আসলাম আলী ছেলে সাকিব (১৮) নিহত হয়।
    সাথে থাকা সুলতানগঞ্জ জাহানাবাদ এলাকার নজরুলের ছেলে আরমান (১৭)কে ফায়ার সার্ভিসের সদস্যগণ ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ।
  • পুলিশের তদন্ত অফিসার নিত্যপদ দাস জানান, ঘটনাস্থল হতে বাসটিকে আটক করা হয়েছে ।ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও তাদেরকে আটকের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান।
  • প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে সংঘটিত হয় মোটরসাইকেলটি বাসের তলে পড়ে গেলে ছেচড়াতে ছেচড়াতে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে নিয়ে আসে । বাস ড্রাইভার উপায় না পেয়ে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে বাসটিকে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যান বলে জানান তারা।
  • গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
    মিনাল ইসলাম
    ০১৭৩৪২৮৫৮৭৯