চট্টগ্রামের সীতাকুন্ড ভাটিয়ারিতে ভয়াবহ আগুন।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

চট্টগ্রাম,সীতাকুণ্ড,ভাটিয়ারী অক্সিজেন রোডের দক্ষিনে সিএনজি পেট্রোল পাম্প পশ্চিমে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়,এতে করে প্রায় ৩০টি দোকান পুড়ে যায়। সব দোকান শিপইয়ার্ডের ক্যাবলের ও ইলেকট্রিক মালামালের দোকান।

৩০টি দোকানের মধ্যে ২টি দোকান ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ওহিদুল আলম মেম্বার ও তাই ভাই মিন্টু সদাগরের রহিয়াছে, ওয়াহিদুল আলম মেম্বার বলেন আমাদের দোকানে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

বাকি দোকানের মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি,আগুনের সূত্রপাত কিসের থেকে হয়েছে কেউ নির্দিষ্ট করে এখনো জানাতে পারেনি, ফায়ার সার্ভিস কর্মীরা বলেন তদন্ত করে বের করা যাবে আগুনের সূত্রপাত কিসের থেকে হয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোড কিছুক্ষণের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখে।

ঘটনাস্থল পরিদর্শন করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সহকারী পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন।