জন্মভূমি
মুন্সী মোঃ মুহিব্বুল মুত্তাকিন
—————————————–
সুজলা সুফলা শস্য শ্যামলা মোদের জন্মভূমি,
সহস্রাধিক গুনে গুনান্নিত মাগো, তাই তোমার চরণ চুমি।
মাথা লুটিয়ে তোমার জমিনে জানাই হাজারো সালাম,
মায়ার চাদরে আগলে রেখো মা, এ কথা শুনিয়ে গেলাম।
জন্মের পর তোমার বুকেতে করেছি যে কত খেলা,
স্নেহ মমতায় জড়িয়ে রেখেছো তুমি, করোনি কো অবহেলা।
তোমার কোলে মাগো জন্ম আমার মৃত্যু তোমার বুকে,
শেষ দিন পযর্ন্ত আগলে রেখো মা এমনই শাস্বত সুখে।
তুমিই আমার অন্নদাতা মাগো তোমারই জমিনে থাকি,
সবাই আমাকে পর করে দিলও, তুমি কাছে নাও ডাকি।
তোমার এই অসিম ভালোবাসা মৃত্যুর পূর্বক্ষণেও রবে,
তোমার কাছ থেকে বিদায় নিয়ে মাগো জাগিবো আরেক ভবে।
আবার আসিবো তোমার বুকে মাগো হাজারো সৃতি নিয়ে,
সেদিন আমাকে বরণ করে নিও, তোমার ভালোবাসার ছোঁয়া দিয়ে।
তোমার বুকেতে মাথা রাখলেই ওমা, খুজে পায় স্বর্গ সুখ,
সপ্ন মাঝেও ভেসে ওঠে মাগো, তোমার ঐ বরকতময় মুখ।
জন্মভূমি হলো মায়ের মতো, আগলে রাখে সারাক্ষণ,
ভালোবাসি মোর মাতৃভূমিকে উদার করিয়া প্রান ও মন।
এসো হে সবাই একত্রিত হয়ে, স্বদেশ প্রেমেতে হই মগ্ন,
মাতৃভূমিকে সম্মান জানাই সবে, তাহার কাছে মোরা কৃতজ্ঞ।
সংগ্রহে- মো: আজিজুর বিশ্বাস
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।