ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু:-
মোঃ আল-আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে সবুজ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পীরগঞ্জ-পঞ্চগড় রেল রুটের সেনুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামের কসির উদ্দিনের ছেলে।
পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম বলেন, সকালে পীরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী মেইল ট্রেন সেনুয়া নামকস্থানে পৌঁছলে রেললাইন পারাপারের সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।